দাবদাহে সড়কে চলাচল কমেছে লোকজনের

রংপুর প্রতিনিধি

আষাঢ় মাসের শেষ দিনেও বৃষ্টি নেই। সেই সঙ্গে প্রচণ্ড খরতাপ। কড়া রোদে চোখ বন্ধ হয়ে আসে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে রংপরের বিভিন্ন সড়কে লোকজনের চলাচল ছিল কম। জরুরি কাজ ছাড়া লোকজন তেমন বের হননি। গরমে অস্থির হয়ে উঠেছেন মানুষজন।

রংপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, সকালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও দুপুরের দিকে এসে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। রংপুরের আকাশে মেঘও জমছে না। আগামী এক সপ্তাহ বৃষ্টিরও সম্ভাবনা নেই। প্রচণ্ড খরতাপ বহমান থাকবে।

আজ শুক্রবার সকাল ছয়টায় সূর্যের খরতাপ দেখে মনে হয়েছে দুপুর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই রোদের তাপ আরও বাড়তে থাকে। নগর ও শহরতলির জনপদে ঘুরে দেখা গেছে, পিচঢালা সড়ক যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাস্তায় মানুষজনের চলাচল কমে গেছে।

সড়কে হাতে গোনা কয়েকটি রিকশা ও অটোরিকশা চলাচল করছে। কাঁচা বাজারে কেনাকাটাসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে মানুষজনকে বের হতে দেখা যায়নি। একই সঙ্গে প্রচণ্ড রোদে খেতখামারেও দিনমজুরদের কাজ করতে দেখা যায়নি।

শেয়ার করুন