জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে নগর বিএনপি। আজ শনিবার দুপুরে নগরে বিক্ষোভ মিছিল বের করে দলটি। পরে সদর রোডের অশ্বিনীকুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার আবারও প্রমাণ করেছে, তারা জুলুমবাজ ও গণবিরোধী।
শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে তারপরও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মহিরুজ্জামান খান, সদস্যসচিব মীর জাহিদুল কবির। এ সময় মহানগর ছাত্রদল, যুবদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে বেলা দুইটার দিকে নগরের পোর্ট রোড মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা ও নগর বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।