গাজায় ইসরায়েলের হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় ২৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২০৩ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। গত শুক্রবার এ হামলা শুরু করে ইসরায়েল।

শনিবার (৬ আগস্ট) দিনভর হামলা চালানো হয় গাজায়। জানা গেছে, জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক লোক ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো শুরু করে দেশটি। নিহতদের মধ্যে ৬ শিশু, ২৩ বছর বয়সী একজন নারী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন।

universel cardiac hospital

ইসরায়েলের কর্মকর্তারা দাবি করেন, গত শুক্রবার থেকে ফিলিস্তিনি জিহাদিরা তিনশ’র মতো রকেট হামলা চালায় ও মর্টার নিক্ষেপ করে। হুমকি মোকাবিলায় এ হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটলো ২০২১ সালের মে মাসে টানা ১১ দিনের রক্ষক্ষয়ী সংঘর্ষের পর। সে সময় ডজনখানেক ইসরায়েলি ও দু’শোর বেশি ফিলিস্তিনি নিহত হন।

এদিকে, পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১৯ জন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর (পিআইজে) সদস্যকে আটক করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের এ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন