জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন শিক্ষার্থী। আজ রোববার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা দেড়টার দিকে তারা অবরোধ তুলে নেন।

universel cardiac hospital

অবরোধ চলাকালে মহাসড়কে দাঁড়িয়ে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক তাসবিবুল গণি। তিনি বলেন, সরকার জনগণের ভোগান্তি কমানোর বিপরীতে মন্ত্রী, আমলাদের পকেট গরম করার জন্য কাজ করছে। দরিদ্র মানুষগুলো মূল্যবৃদ্ধির পর কীভাবে বাঁচবে, তা সরকারের চিন্তার বিষয় নয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, সরকার জনগণের কথার কোনো তোয়াক্কাই করছে না। এখন জনগণ কীভাবে বাড়তি খরচ মেটাবে? প্রতিমুহূর্তে সরকার আমাদের শোষণ কাঠামোর মধ্যে ফেলছে। এভাবে আমাদের রক্ত চুষে খাওয়া হচ্ছে। আমরা যখন না খেয়ে মরব, তখন আমাদের আমলারা বিদেশে আয়েশ করবে।

গত শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। সেদিন দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন এই দাম কার্যকর হয়।

শেয়ার করুন