একদিনে ১৬৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে এটি সর্বোচ্চ। এ নিয়ে বর্তমানে সারাদেশে ৫২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

universel cardiac hospital

প্রতিবেদনে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে ১৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১২৫ জন ঢাকা, বাকি ৪০ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

সারাদেশে ভর্তি ৫২১ রোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৩৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮৪ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট চার হাজার ৯৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার হাজার ৩৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯ জনের।

শেয়ার করুন