যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় চলতি মাসের শুরুর দিকে তল্লাশি চালিয়েছিল দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তল্লাশির আগে অনুমতি চেয়ে তাদের একজন বিচারকের কাছে হলফনামা জমা দিতে হয়েছিল। সেই হলফনামার ‘সম্পাদিত’ একটি সংস্করণ প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারক।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরের মধ্যে সম্পাদিত নথিটি প্রকাশের নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিচারক রেইনহার্ট এ আদেশ দেন।
এর আগে প্রসিকিউটররা প্রস্তাবিত সম্পাদনাসহ হলফনামার একটি সিলগালা কপি বিচারকের কাছে জমা দিয়েছেন বলে বিচার বিভাগের মুখপাত্র নিশ্চিত করেছেন। এই সম্পাদনা ব্যাপকতর হবে বলে মনে করা হচ্ছে। এ কারণে এই তদন্ত সম্পর্কে কী পরিমাণ নতুন তথ্য প্রকাশ করা হবে, সে বিষয়টি অস্পষ্ট।