ইরানের পরমাণু চুক্তি নিয়ে আশার আলো দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ‘চূড়ান্ত’ প্রস্তাব। ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই চুক্তির বিষয়টি পর্যালোচনা করে নিজ নিজ প্রতিক্রিয়া জানিয়েছে। দেশ দুটি কী প্রতিক্রিয়া জানিয়েছে তা এখনো উন্মুক্ত হয়নি। তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, পরমাণু চুক্তির ভাগ্য এখন নির্ভর করছে ইরানের ওপর।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় আজ শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই কথা বলেছেন। আলজেরিয়া সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
ম্যাক্রোঁ বলেন, পরমাণু চুক্তির পুনরুজ্জীবন এখন ইরানের হাতে এবং এই চুক্তি যদি সব সমস্যা মেটাতে নাও পারে তারপরও চুক্তিটি কার্যকর বলেই বিবেচিত হবে।
পরমাণু চুক্তিটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কতটুকু এই বিষয়ে প্রশ্ন করা হলে ম্যাক্রোঁ আরও বলেন, ‘এই বিষয়ে বল এখন ইরানের কোর্টে।’