আগস্টে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্স
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে দেশে চলছে ডলার সংকট। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও এক ধরনের চাপা উদ্বেগ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আবারও সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত (আগস্ট) মাসে ২০৩ কো‌টি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ৯৫ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৯ হাজার ৩৬১ কোটি টাকা। তবে এটি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের চেয়ে ৭ কোটি ডলার কম।

অন্যদিকে গত বছরের (২০২১) আগস্ট মাসের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি। গত বছরের আগস্টে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১৮১ কোটি ডলার।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, প্রণোদনাসহ নানারকম সুবিধা দেয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে দেশে চলমান ডলার সংকটও কেটে যাবে। অন্যদিকে হুন্ডির মাধ্যমেও টাকা পাঠানো কমে যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। যা তার আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১-২০২২ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার।

প্রসঙ্গত, ২০২১-২০২২ অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি (২১.০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তবে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪.৭৮ বিলিয়ন ডলার।

শেয়ার করুন