খুলনার খালিশপুরে ১৫ বছরের শিশুকে অপহরণ ও গণধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আব্দুস ইসলাম খান এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। মামলায় দুইজন আসামি উপস্থিত থাকলেও তিনজন পলাতক রয়েছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি ফরিদ আহমেদ।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল (পলতক), আব্দুল্লাহ (পলাতক), মোহন (পলাতক)।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম ১নং বিহারী ক্যাম্পের ছিল। এসময় একই ক্যাম্পের মো. মোহন খাবার কিনে দেওয়ার কথা বলে শিয়া মসজিদের কাছে নিয়ে যায়। সেখানে পূর্বে অপেক্ষারত মো. আলী আকবর মোটরসাইকেলে তাকে অপহরণ করে চরেরহাট বাবুল কাউন্সিলরের বেড়িবাঁধ সংলগ্ন কলা বাগানের ভেতরে নিয়ে যায়।
এসময় উপস্থিত আসামিরা একত্র হয়ে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৯টায় আসামি আলী আকবর ১নং বিহারী কলোনীর পাশে আরাবিয়া মসজিদের সামনে ফেলে যায়। আসামি আলী আকবর কিশোরীকে ঘটনাটি কাউকে না জানানো জন্য হুমকি দেয়। কিশোরী বাড়ি এসে মায়ের সামনে ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এস আই কাজী রেজাউল করিম ৫ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন আদালতে ১২ জন স্বাক্ষ্য প্রদান করে। বুধবার (৭ সেপ্টেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন।