রানি দ্বিতীয় এলিজাবেথ চিকিৎসকদের পর্যবেক্ষণে

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ও রানির কার্যালয় বাকিংহাম প্যালেস আজ বৃহস্পতিবার এ তথ্য জাানিয়েছে। খবর বিবিসির।

গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। এর মধ্যে অন্যতম শারীরিক জটিলতা হলো তিনি বেশি দূরত্বে হাঁটতে ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না।

universel cardiac hospital

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‍্যাল ক্যাসলে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে আরও বলা হয়েছে, রানি ভালো আছেন। প্রিন্স চার্লস তাঁর সঙ্গে রয়েছেন এবং ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম সেখানে যাচ্ছেন। এদিকে ৯৬ বছর বয়সী রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

শেয়ার করুন