প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটেনের বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টি নেতা কিথ স্টিমার বৈঠক করেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) ক্ল্যারিজ হোটেলের মিটিং রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লেবার লিডার কিথ স্টিমার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান ও শ্রদ্ধা নিবেদনের জন্য ব্রিটেনে আসায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় তারা ব্রিটেনের লেবার পার্টির প্রধানমন্ত্রী স্যার হেরল্ড উইলসনের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈঠকের স্মৃতিচারণ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাউজ অব লডর্সের সদস্য সুরাজ পল। শনিবার বিকেলে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটেনের বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টি নেতা কিথ স্টিমারের
সাক্ষাত ৎ ও বৈঠকের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।