যারা মানবতার সত্য কথা মানে না, তারা মানব নামের কলঙ্ক: মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘সবার ওপর মানুষ সত্য, তাহার উপরে নাই–এই কথাটি হলো মানবতার সত্য। যারা মানবতার এই সত্য কথাটি মানে না, তারা মানব নামের কলঙ্ক।’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিরমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাইদ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাইদ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে তিতাস আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি করেন।

শেয়ার করুন