পর্যটক টানতে পাঁচ লাখ এয়ার টিকিট ফ্রি দেবে হংকং

আন্তর্জাতিক ডেস্ক

করোনার ফাঁড়া কাটিয়ে পর্যটনে গতি ফিরিয়ে আনতে পাঁচ লাখ পর্যটককে বিনামূল্যে উড়োজাহাজের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে হংকং। করোনাভাইরাসের সব কড়াকড়ি উঠে গেলেই আড়াইশ মিলিয়ন মার্কিন ডলারের এ টিকিট বিতরণ শুরু হবে।

করোনার আগে ২০১৯ সালে যেখানে হংকং পাঁচ কোটি ৬০ লাখের মতো পর্যটক পেয়েছিল, করোনা অতিমারি কাটিয়ে ওঠার পর্যায়ে ২০২২ সালের প্রথম আট মাসে মাত্র এক লাখ ৮৪ হাজার দর্শনার্থী পেয়েছে শহরটি।

যদিও গত কয়েক সপ্তাহে করোনার শিথিল করা কড়াকড়ির কিছু শর্ত পুনর্বহাল করেছে হংকং। বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো এখনও ফ্লাইট সেবা কোভিডপূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নিতে হিমশিম খাচ্ছে। বুধবার ব্রিটিশ এয়ারলাইন্স কোম্পানি ভার্জিনিয়া আটলান্টিক বলেছে, ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট কারণে তারা হংকংয়ে কার্যক্রম বন্ধ করে দেবে।

হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেঙ বলেন, কোভিডের কারণে সরকারি যেসব বিধিনিষেধ আছে সেগুলো তুলে দেওয়ার পরই দুই বিলিয়ন হংকং ডলারের (২৫৪.৮ মিলিয়ন মার্কিন ডলার) বিনামূল্যের টিকিটের প্রচারণা শুরু হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স কোম্পানিগুলোর সঙ্গে ব্যবস্থাপনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করবে। বিনামূল্যে বিতরণের টিকিটে আগমনী এবং ফিরতি উভয় টিকেটই থাকবে।

কোভিড ও ইউক্রেন যুদ্ধসংশ্লিষ্ট নিষেধাজ্ঞার শর্তাবলীর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও হংকংয়ে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।

সূত্র: বিবিসি

শেয়ার করুন