শনিবার ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

নিজস্ব প্রতিবেদক

সুলতান হাসানাল বলকিয়াহ
সুলতান হাসানাল বলকিয়াহ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে আগামী শনিবার ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

universel cardiac hospital

ড. মোমেন বলেন, ঢাকা-ব্রুনাই ফ্লাইট চালু হওয়ার বিষয়ে কেবিনেটের অনুমোদন পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি সহযোগিতার বিষয়ে ব্রুনাইয়ের ও বাংলাদেশের মধ্যে যে এলএনজি আমদানি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক ছিল, তার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই এবার ব্রুনাইয়ের সুলতান সফরে এলএনজি আমদানিসহ চার থেকে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে ঢাকা- ব্রুনাই সরাসরি ফ্লাইট, অভিবাসন, জ্বালানি সমঝোতা স্মারকের নবায়নসহ আরও কয়েকটি বিষয় রয়েছে। সুলতানের এবারের সফরে ওই সমঝোতা স্মারকে এলএনজির পাশাপাশি তেলজাতীয় পণ্যের আমদানির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া ব্রুনাইয়ের হালাল বাজার সম্পর্কে আগ্রহ আছে বাংলাদেশের। এ খাতে বাংলাদেশের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে ওই দেশের সরকারি একটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকের কথা রয়েছে।

ব্রুনাইয়ের হালাল সার্টিফিকেশন ব্যবস্থা অনেক উন্নত এবং বাংলাদেশ তাদের কাছ থেকে এ বিষয়ে কারিগরি সহায়তা নিতে পারে।

শেয়ার করুন