প্রায় এক বছর পর ফিরলেন সৌম্য, টাইগার একাদশে ৩ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচামরার ম্যাচে একাদশে তিন-তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশি বোলাররা একদমই ভালো করতে পারছেন না। ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ১১ ওভারেই তারা পার করে ফেলেছে ১০০ রান।

মেহেদি হাসান মিরাজের বদলে ওপেনিংয়ে এসেছেন সৌম্য সরকার। প্রায় এক বছর পর জাতীয় দলের একাদশে ফিরলেন বাঁহাতি এই ওপেনার। সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২১ সালের নভেম্বরে।

universel cardiac hospital

এছাড়া তাসকিন আহমেদের জায়গায় মোহাম্মদ সাইফউদ্দিন আর হাসান মাহমুদের বদলে একাদশে ঢুকেছেন এবাদত হোসেন। আজও নেই মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড আজ বিশ্রাম দিয়েছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।

শেয়ার করুন