প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। তাই প্রধানমন্ত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কাউকে বিভ্রান্ত না হতে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা গতকাল শুক্রবার এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ বিষয়ে আজ শনিবার বাসস একটি প্রতিবেদন প্রচার করেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের পোস্টে লেখা রয়েছে, ‘প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

universel cardiac hospital

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তা ইমরুল কায়েস রানা ফেসবুকের এক স্ট্যাটাসে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই নিজস্ব কোনো আইডি নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া। সুতরাং ভুয়া আইডি’র ভুয়া পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না।’

শেয়ার করুন