সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করে বিশ্বকাপে টিকে রইলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে বড় ব্যবধানে হার। কার্তিক মেয়াপ্পনের হ্যাটট্রিকে আজ (মঙ্গলবার) আরব আমিরাতের বিপক্ষেও বিপদে পড়েছিল শ্রীলঙ্কা।

তবে সেই বিপদ সামলে ১৫২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় দাসুন শানাকার দল। এরপর বোলিংয়ে নেমে রীতিমত দুমড়ে-মুচড়ে দেয় আরব আমিরাতকে।

universel cardiac hospital

লঙ্কান বোলিং তোপে ১৫৩ তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতে ৭৩ রানেই গুটিয়ে গেছে আরব আমিরাত। শ্রীলঙ্কা পেয়েছে ৭৯ রানের বিশাল জয়।

এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো লঙ্কানদের। তবে তার জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হবে আর চোখ রাখতে হবে রানরেটের দিকে।

জিলংয়ে রান তাড়ায় নেমে শুরু থেকেই লঙ্কান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরব আমিরাত। ২১ রানে ৪ উইকেট হারানোর পরও উইকেট পতনের মিছিল থামেনি। শেষদিকে জুনায়দে সিদ্দিক ১৬ বলের ১৮ রানের ইনিংস খেলে দলকে ৭৩ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এছাড়া ২১ বলে ১৯ করেন আয়ান আফজাল খান।

লঙ্কান বোলাদের মধ্যে সবচেয়ে সফল ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এই স্পিনার। পেসার দুশমন্ত চামিরা ১৫ রানে নেন ৩টি উইকেট। ২টি উইকেট মাহিশ থিকশানার।

এর আগে মেয়াপ্পনের হ্যাটট্রিকের পরও শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রাখতে পারেনি আরব আমিরাত। ওপেনার পাথুম নিশাঙ্কা ৬০ বলে খেলেন ৭৬ রানের ইনিংস। ২১ বলে ৩৩ করেন ধনঞ্জয়া ডি সিলভা।

একটা সময় ১২০ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল লঙ্কানরা। সেখান থেকে পাথুম নিশাঙ্কা দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন। তিনি আউট হন ইনিংসের একদম শেষ ওভারে, এক বল বাকি থাকতে।

হ্যাটট্রিক-হিরো মেয়াপ্পন ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। জহুর খান ২৬ রানে নেন ২টি উইকেট।

শেয়ার করুন