জামায়াতের বিচারে শিগগিরই আইন পাস: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর দোসর হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করবে সরকার। এর জন্য শিগগিরই আইন পাস করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জামায়াতের বিচার করতে আইনের পরিবর্তন দরকার হবে। আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আইনটা পাস করব। তারপর বিচার কাজ শুরু হবে।

universel cardiac hospital

অন্য নামে জামায়াতের নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা বিচারাধীন বিষয়। নির্বাচন কমিশন বিষয়টি কীভাবে হ্যান্ডেল করে সেটা দেখতে হবে। তারপর এই বিষয়ে বক্তব্য দেব।

আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, প্রয়োজনে শুনানির উদ্যোগ নেব। যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার এই বিচার করে দেখিয়েছে। এরই মধ্যে অনেক রায় কার্যকর হয়েছে।

শেয়ার করুন