পাকিস্তানের সেনাবাহিনীকে ইমরানের প্রচ্ছন্ন হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে দ্বিতীয় লংমার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গতকাল শুক্রবার লাহোরে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সেনাবাহিনীর প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পিটিআই চেয়ারম্যান লংমার্চের উদ্বোধন করেন। এ সময় ইমরান জোর দিয়ে বলেন, এ কর্মসূচি হলো মুক্তির জন্য ‘জিহাদ’। তিনি জনতার সুনামি ঠেকাতে সরকারে প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দেন। আগামী ৪ নভেম্বর এ লংমার্চ রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে।

universel cardiac hospital

লংমার্চ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাবাহিনীর প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি উচ্চারণ করে ইমরান বলেন, আমি অনেক কিছু বলতে পারি সেনাবাহিনী সম্পর্কে; কিন্তু বলবো না। আমি চাই না পাকিস্তানের শত্রুরা, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে, তারা আমার কথা থেকে সুযোগ নিক। আমার কথায় সেনাবাহিনীর যাতে কোনো ক্ষতি না হয়।

শেয়ার করুন