টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেড ওভালে বিরাট কোহলির ব্যাটে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনার লিটন দাস ঝড় শুরু করেছেন। বাংলাদেশ ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা লিটন ২৪ বলে ৫৬ রান করে খেলছেন। তার সঙ্গী নাজমুল শান্ত করেছেন ১২ বলে ৪ রান।
এর আগে রাহুল ও কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ভর করে বড় রান তোলে ভারত। টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন। আটটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। কেএল রাহুল ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তিনটি চার ও চারটি ছক্কা তোলেন ডানহাতি এ ব্যাটার।
এছাড়া সূর্যকুমার যাদব ১৬ বলে চারটি চারে ৩০ রানের ইনিংস খেলেন। বল হাতে তাসকিন দুর্দান্ত করেছেন। ৪ ওভারে ১৫ রান দেন তিনি। সাকিব ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। পেসার হাসান মাহমুদ ৩ উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৪৭ রান। অন্য পেসার শরিফুল ৪ ওভারে ৫৭ রান দিয়ে বসেন।