ইভিএমের চেয়ে বড় সমস্যা ইসি নিয়ে: বদিউল আলম মজুমদার

রংপুর প্রতিনিধি

সুজন-ইসি
ফাইল ছবি

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ইভিএমের চেয়ে বড় সমস্যা নির্বাচন কমিশন (ইসি) নিয়ে। কারণ, ইসির ওপর মানুষের আস্থা নেই। সুতরাং, তাদের যদি ইভিএম দেওয়া হয়, তাহলে সেটি আরও বড় সংকটের দিকে ঠেলে দেবে।

আজ শুক্রবার বিকেলে রংপুর নগরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে নাগরিক সংলাপে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইসি বলছে, ইভিএম দিয়ে জালিয়াতি করা যায়, এটা কেউ প্রমাণ করতে পারেনি। আমরা বলছি, ইভিএম এমন একটা দুর্বল যন্ত্র, নিকৃষ্ট যন্ত্র যে এটা দিয়ে স্যুট-কোট-টাই পরে ভদ্রলোকেরা জালিয়াতি করতে পারেন।’

universel cardiac hospital

সুজন সম্পাদক বলেন, ‘ইভিএমের বড় আরেক দুর্বলতা হলো, ভোট হয় ইলেকট্রিক্যাল আর ফলাফল তৈরি হয় ম্যানুয়ালি। এখানে অনেক সুযোগ আছে কারসাজির। সুতরাং এই ইভিএম আমাদের জন্য সঠিক নয়। আর বর্তমান বাজারমূল্য ও অর্থনৈতিক মন্দায় ৯ হাজার কোটি টাকা দিয়ে ইভিএম কেনা কোনোভাবেই সমুচিত হবে না।’

শেয়ার করুন