রাশিয়াকে ড্রোন দেওয়া নিয়ে ‘মিথ্যাচার’ করছে ইরান: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : ইন্টারনেট

রাশিয়াকে ড্রোন পাঠানো নিয়ে ইরান ‘মিথ্যাচার’ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর কয়েক মাস আগে রাশিয়াকে অল্প কিছু ড্রোন দেওয়ার কথা জানায় ইরান। এরই প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, ইরান ‘মিথ্যা’ বলছে। এমনকি যুদ্ধে সহায়তার নামে দেশটি ‘সন্ত্রাসবাদে সহযোগিতা’ করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, গতকাল শনিবার (৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে রাশিয়ার কাছে খুব অল্পসংখ্যক ড্রোন সরবরাহ করেছিল ইরান।

ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেনের মূল অবকাঠামোয় আঘাত করার জন্য ইরানের ‘কামিকাজে’ ড্রোন ব্যবহার করেছে। যদিও তেহরান ও মস্কো বিষয়টি অস্বীকার করেছে। তবে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী অল্পসংখ্যক ড্রোন পাঠানোর কথা জানালেন। এরপর এক টেলিগ্রাম বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন।

রাশিয়াকে সহায়তা করার বিষয়ে ইরানকে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলাফল বিপরীতমুখী হবে।

শেয়ার করুন