ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৮

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ১৯২ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড এর আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৮৬ জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৩ হাজার ৪৬ জন ডেঙ্গু রোগী।

universel cardiac hospital

শেয়ার করুন