ব্যবসা সামলাতে রাজ দায়িত্ব ছাড়লেন নরওয়ের রাজকুমারী

আন্তর্জাতিক ডেস্ক

বিকল্প ওষুধ ব্যবসায় মনোনিবেশ করার জন্য রাজদায়িত্ব ছেড়ে দিয়েছেন নরওয়ের রাজকুমারী মার্থা লুইস। তিনি হবু স্বামী ডুরেক ভেরেটের সঙ্গে যৌথভাবে ব্যবসার কাজে মন দিতে চান। ডুরেক একজন স্বঘোষিত আধ্যাত্মিক গুরু (শামন)।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজকুমারী মার্থা তার রাজ–উপাধি রেখেছেন। শুধু ব্যক্তিগতভাবে ব্যবসা করবেন বলে রাজদায়িত্ব ত্যাগ করেছেন। তার হবু স্বামী ডুরেক ক্যানসারসহ চিকিৎসাক্ষেত্রের নানা বিষয় নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

universel cardiac hospital

নরওয়ের রয়্যাল হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্থা লুইস বিকল্প ওষুধ ব্যবসায় মনোনিবেশ করবেন। এ কারণে রাজপরিবারের সরকারি ও তার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে মার্থা রাজদায়িত্ব ত্যাগ করেছেন। তবে রাজা পঞ্চম হ্যারল্ডের সিদ্ধান্ত অনুযায়ী মার্থার রাজ–উপাধি আগের মতোই থাকবে। এর আগে মার্থা যত্নের সঙ্গে তার রাজদায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন