ঢাকার সমাবেশে অংশ নিতে এসে রাজশাহীর যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে নেতা-কর্মীদের ঢল

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের মহাসমাবেশে অংশ নিতে এসে রাজশাহীর এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার নাম জিন্নাত আলী হারুন (৪৫)। আজ শুক্রবার সকালে বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তিনি। পরে সমাবেশে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিন্নাত আলীর সঙ্গে আসা নায়েব উল্লাহ বলেন, জিন্নাত আলী রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইন ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। সমাবেশে যোগ দিতে রাজশাহী থেকে বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন বেলা সাড়ে ১১টার দিকে। পরে সমাবেশের দিকে যাওয়ার সময় তার রক্তচাপ বেড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, জিন্নাত আলীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন