‘ডিম ফোটার আগেই মুরগির বাচ্চা গোনার অভ্যাস নেই’ স্পেনের

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের জয়, পরের ম্যাচে শক্তিশালী জার্মানদের সঙ্গে ড্র। প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে সবার ওপরেই আছে স্পেন। এরপরও স্পেনের দ্বিতীয় রাউন্ড খেলা এখনো নিশ্চিত হয়নি। আজ জাপানের বিপক্ষে ম্যাচে হেরে গেলে বিদায়ঘণ্টাও বাজতে পারে লুইস এনরিকের দলের। এমন এক ম্যাচের আগে স্পেন কোচকে শুনতে হলো কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন।

সেই প্রশ্নে মজার উত্তরই দিলেন এনরিকে। বললেন, ডিম ফোটার আগেই মুরগির বাচ্চা গোনার অভ্যাস নেই তাদের। আজ আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে জাপানের সঙ্গে ড্র করলেই শেষ ষোলোতে উঠে যাবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। তবে আগের ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করা স্পেন পুরো ৩ পয়েন্টের জন্যই ঝাঁপিয়ে পড়ার কথা জানিয়েছে।

স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে গিয়ে জিতে গেলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে পড়তে পারে, এমন সম্ভাবনা সামনে রেখেই এক সংবাদকর্মীর প্রশ্ন স্পেন গ্রুপ রানার্সআপ হয়ে ব্রাজিলকে এড়াতে চাইবে কি না। এমন প্রশ্নের উত্তরে এনরিকে সরাসরি জানিয়ে দিয়েছেন, তাদের এমন কোনো ভাবনা নেই, ‘আপনি যখন নিশ্চিত যে, আপনার দলটা খুব ভালো আর সাতটি ম্যাচ খেলতে প্রস্তুত, তখন আমরা দ্বিতীয় হতে চাইব না।’

তিনি জানাান, কোয়ার্টার ফাইনালে আমাদের ব্রাজিলের বিপক্ষে খেলতে হতে পারে। ডিমে তা দেওয়ার আগেই আমরা মুরগির বাচ্চা গুনতে শুরু করতে পারি না।

ব্রাজিলকে এড়ানোর জন্য গ্রুপ রানার্সআপ হওয়ার চিন্তা উল্টো দলকে বিপদে ফেলতে পারে বলেও মনে করেন এনরিকে, ‘ধরেন, আমরা গ্রুপ রানার্সআপ হয়ে ওঠার জন্য আগ্রহী। ৯০ মিনিটের খেলা শেষ, যোগ করা সময়ে দুটি খেলার ফলাফলই ০-০। ৯৫ মিনিট চলছে, ম্যাচ শেষের বাকি ১৫ সেকেন্ড, এমন সময়ে জাপান ও কোস্টারিকা গোল করল। আপনি ৯৫ মিনিটে বাদ পড়ে গেলেন। আমরা গোল খেয়ে বাদ পড়ে যেতে পারি।’

শেয়ার করুন