খালেদা জিয়া কি সমাবেশে থাকছেন?

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

কিছুদিন ধরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশে দলীয় প্রধান খালেদা জিয়া উপস্থিত থাকবেন। দুর্নীতির দুই মামলায় শর্ত সাপেক্ষে জামিনে থাকা খালেদা জিয়া প্রায় তিন বছর ধরে ঢাকার গুলশানের ভাড়া বাসায় ‘গৃহ অন্তরীণ’ রয়েছেন। এখন তিনি কীভাবে এ সমাবেশে যোগ দেবেন, আর যোগ দিলে এর পরিণতি কী হবে, তা নিয়ে জনমনে অনেক প্রশ্ন জেগেছে।

যদিও ঢাকার সমাবেশটি কোথায় হবে, নয়াপল্টনে না সোহরাওয়ার্দী উদ্যানে—তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে বিএনপি ও সরকারি দল এবং প্রশাসনের মধ্যে ‘বিতর্ক’ চলছে। পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে। বিএনপি এখনো নয়াপল্টনেই আছে। দুই পক্ষের অনড় অবস্থানে নাগরিক মহলে বলাবলি হচ্ছে, বিএনপি কেন নয়াপল্টনেই সমাবেশ করার জেদ ধরে আছে।

এ নিয়ে দুই পক্ষে যুক্তি–পাল্টাযুক্তি আসছে গণমাধ্যমে। এ অবস্থায় ১০ ডিসেম্বর ঢাকায় কী হতে যাচ্ছে, তা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই আলোচনায় বাড়তি রসদ দিয়েছে সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার গুঞ্জন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল নেতারা বলছেন, সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার কোনো সম্ভাবনা নেই। এ ধরনের দলীয় কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও তারা নেননি। তছাড়া খালেদা জিয়া শর্ত সাপেক্ষে জামিনে থাকলেও এখনো তিনি মুক্ত নন।

দলটির নেতারা মনে করেন, দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে গণতন্ত্রকামী সর্বসাধারণ খালেদা জিয়ার মুখ থেকে কিছু শোনার প্রত্যাশা করছেন। এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা সমাবেশে তাঁর উপস্থিতি নিয়ে যা বলছেন, সেটি অনুমান থেকেই বলছেন।

২৫ মাস কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়। যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণাসহ মানুষকে ঘরবন্দী করতে নানা বিধিনিষেধ আরোপ করছে, তখন তিনি শর্তসাপেক্ষে মুক্তি পান। তখন থেকে খালেদা জিয়া গুলশানের ভাড়া বাসায় আছেন।

সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার আইনগত কোনো সুযোগ আছে কি—এমন প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, খালেদা জিয়া মুক্ত নন। যে কারণে তাঁর সাংবিধানিক ও আইনগত অধিকার থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারছেন না।

তাহলে সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথাটি কীভাবে এল, আর কথাটির প্রচার কীভাবে ছড়াল?

শেয়ার করুন