অধিকারের প্রশ্নে আপস করবে না জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংগৃহীত ছবি

জাতীয় পার্টি বলেছে, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে মানুষের অধিকারের প্রশ্নে তারা কখনো আপস করবে না। গণমানুষের অধিকার নিশ্চিত করতেই দলটি রাজনীতি করে বলে জানায়। আজ রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলা হয়।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, মুক্তিযুদ্ধ শোষণ ও বঞ্চনামুক্ত একটি সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে আছে। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষকে আজীবন পথ দেখাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরসহ প্রমুখ।

শেয়ার করুন