সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক

শীতে বিপর্যস্ত জনজীবন
ফাইল ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এ তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এটিই এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১৭ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া বিভাগ। আপাতত দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে দু’দিন পর তাপমাত্রা ফের বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

universel cardiac hospital

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বুধবারের (২১ ডিসেম্বর) চেয়ে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়েছিল। বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার তা কিছুটা কমে হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং এটি শুক্রবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ও দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘণকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে ওমর ফারুক বলেন, আগামী দু-দিন পর তাপমাত্রা বাড়তে পারে।

শেয়ার করুন