আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক আজ সোমবার গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভা সংশ্লিষ্টদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
গত শনিবার জাতীয় সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের ৪৮ জনের নাম ঘোষণা করা হয়। এখনো ৩৩টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে ২৮টি নির্বাহী ও ২ জন সভাপতিমণ্ডলীর সদস্য, যুব ও ক্রীড়া, শ্রম ও জনশক্তি এবং উপপ্রচার সম্পাদক পদে সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে।
দলটির গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮ জন সদস্যের বিষয়ে সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হয়।