‘হিন্দাল শারক্বীয়া’র ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব
ফাইল ছবি

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

পাহাড়ে প্রশিক্ষণরত অবস্থায় তাদেরকে বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি থেকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।

বুধবার (১১ জানুয়ারি) রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার জঙ্গিদের নাম জানানো হয়নি বাহিনীর পক্ষ থেকে।

খুদে বার্তায় বলা হয়েছে, নতুন জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে পাহাড়ে প্রশিক্ষণরত অবস্থায় বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এদিকে ৮ ডিসেম্বর জঙ্গি সংগঠনটির সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি। তারা হলেন- কবীর আহাম্মাদ, মো. ইয়াসিন এবং আব্দুর রহমান ইমরান। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ছয়টি একনলা বন্দুক, প্রায় দেড়শ রাউন্ডগুলি, বিস্ফোরণ সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়া গত ২ জানুয়ারি নতুন জঙ্গি দলটির নয়সদস্যকে পরিবারের কাছে হস্তান্তর করে র‌্যাব। যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতে ঘর ছেড়েছিল। তাদের মধ্যে চারজন তরুণ এবং পাঁচজন তরুণী ছিলেন।

শেয়ার করুন