স্বাধীন সংবাদমাধ্যমের জন্য লড়ছেন এশিয়ার তিন নারী সাংবাদিক

মত ও পথ ডেস্ক

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ‘কর্তৃত্ববাদী সরকারের দমন–পীড়নের বিপরীতে’ মানবাধিকার, বাক্‌স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখা ব্যক্তিদের নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে কানাডাভিত্তিক ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জ (আইএফইএক্স)। সেখানে এ অঞ্চলের তিন নারী সাংবাদিকের ভূমিকা উল্লেখ করেছে তারা। সেই তালিকায় শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে ঢাকার একটি দৈনিক পত্রিকার বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম ও ভারতের রানা আইয়ুবের নাম উল্লেখ করা হয়েছে।

বিশ্বজুড়ে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে কাজ করা ১১৯টির বেশি সংস্থা ও সংগঠনের বৈশ্বিক নেটওয়ার্ক আইএফইএক্স। ৫ জানুয়ারি আইএফইএক্সের আঞ্চলিক সম্পাদক মং পালাতিনোর একটি নিবন্ধ প্রকাশিত হয়। এতে আফগানিস্তানে তালেবান শাসনের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠনে ভূমিকা রাখা তরুণ শিক্ষার্থী ও মিয়ানমারে জান্তা সরকারের নিপীড়ন ও হুমকির মধ্যে কাজ করে যাওয়া নারী সাংবাদিকদের কথা উল্লেখ করা হয়েছে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ভারতের রানা আইয়ুব, বাংলাদেশের রোজিনা ইসলাম এবং ফিলিপাইনের মারিয়া রেসার কথা। বলা হয়েছে, তাদের মতো নারী সাংবাদিকেরা সরকারি কর্মকর্তাদের জবাবদিহির মুখোমুখি করতে স্বাধীন সংবাদমাধ্যমের জন্য প্রয়োজনীয় ভূমিকা রেখেছেন। সাংবাদিকতার জন্য নিপীড়নের শিকার হওয়ার পর তারা বিপুলভাবে জনতার সমর্থন পেয়েছেন।

শেয়ার করুন