আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের মুলতবি সভা আগামীকাল শনিবার দুপুর ১২টায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
গত ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন দলটির ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনা টানা দশমবারের মতো সভাপতি ও ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলটির গঠনতন্ত্র মোতাবেক জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মনোনয়ন দেন শেখ হাসিনা।
নব-নির্বাচিত কমিটি গত ৭ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায়। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় সভাপতি শেখ হাসিনা সূচনা বক্তব্য দেন। পরে শোকপ্রস্তাব পাস করা হয়। সেদিন তীব্র শীত থাকায় শেখ হাসিনা সমাপনী বক্তব্য দিয়ে সভাটির মুলতবি ঘোষণা করেন।