জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের লুৎজারথ এলাকায় কয়লাখনি সম্প্রসারণ ও স্থানীয় ব্যক্তিদের উচ্ছেদের প্রতিবাদে পুলিশের সঙ্গে পরিবেশবাদীদের সংঘর্ষ হয়েছে। কয়লাখনি সম্প্রসারণের বিরুদ্ধে পরিবেশবাদীরা দুই মাস ধরে আন্দোলন করছেন। তবে গত সপ্তাহে সংঘর্ষ বেড়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ আজ রোববার পরিবেশবাদীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন। লুৎজারথে কয়লাখনি সম্প্রসারণের জন্য উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার পরিবেশবাদী।
কয়েক বিক্ষোভকারী কয়লাখনিটির ভেতরের টানেলে প্রবেশ করেছেন। পুলিশ বলছে, এটি বিপজ্জনক আচরণ। রোববার জার্মানির বিভিন্ন এলাকা থেকে চার হাজারের বেশি বিক্ষোভকারী লুৎজারথের কয়লাখনি এলাকায় যান।
গ্রেটা থুনবার্গ বিক্ষোভে অংশ নিয়ে বলেন, ‘কয়লা এখনো মাটিতে আছে এবং আমরা এখনো এখানে আছি।’ গত শনিবার ও আজ পুলিশের অভিযানের আগেই বিক্ষোভকারী পরিবেশবাদীরা খনি এলাকায় যান। পুলিশের প্রতিবন্ধকতা পার হয়ে যাওয়ার সময় সংঘর্ষে বেশ কয়েক বিক্ষোভকারী আহত হয়েছেন।
পুলিশ বলছে, বেশিরভাগ মুখোশধারী বিক্ষোভকারী পুলিশি বাধা উপেক্ষা করে খনির বিপজ্জনক এলাকায় যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ওই খনি এলাকা জলকামান, অশ্বারোহী স্কোয়াড্রন ও কুকুর দিয়ে ঘিরে রেখেছে।
জার্মানিতে কয়েক দশক আগে থেকেই পরিবেশবাদীদের চাপে রাজনৈতিক দলগুলো জ্বালানি ও পরিবেশবিধ্বংসী প্রকল্পগুলো থেকে সরে আসছিল। দুই দশক ধরে জার্মানিতে সৌর, বায়ু বা পানিবিদ্যুৎ থেকে উৎপাদিত বিকল্প জ্বালানির হার ক্রমেই বাড়ছে।
জার্মানির অন্যতম জ্বালানি উৎপাদন কোম্পানি রাইনিখ (ভেস্টফ্যালিয়া ইলেকট্রিক পাওয়ার স্টেশন বা আরডব্লিউই) ১৯৭৪ সালে করা এক চুক্তি অনুসারে, হামবাখার ফ্রস্ট এলাকায় ৮ হাজার ৫০০ হেক্টর বনভূমি ও লুৎজারথ অঞ্চলের উন্মুক্ত কয়লাখনি খননের অনুমোদন পায়।
চুক্তির চার বছর পর ১৯৭৮ সালে আরডব্লিউই নামে প্রতিষ্ঠানটি ওই এলাকায় উন্মুক্ত কয়লাখনির জন্য খননকাজ শুরু করে। চার বছর পর কয়লা উত্তোলন শুরু হয়। এই মুহূর্তে এলাকা দুটি জার্মানির বৃহৎ কয়লা উৎপাদনকেন্দ্র।
জার্মানিতে আণবিক চুল্লি থেকে উৎপাদিত জ্বালানি বন্ধের দাবিতে পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন। জার্মান সরকার ২০১১ সালে নৈতিক কমিশন গঠন করেছে। সে অনুসারে গত বছর জার্মানির সব আণবিক চুল্লি থেকে উৎপাদিত জ্বালানিকেন্দ্রগুলো বন্ধ হওয়ার কথা।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জার্মান সরকার নতুন করে উন্মুক্ত কয়লাখনি খননের মাধ্যমে তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটছে।
২০২১ সালের ১৪ জুলাই ইউরোপীয় ইউনিয়ন জলবায়ুবিষয়ক ‘ফিট ফর ফিফটিফাইভ’ নামে যে কর্মসূচি নিয়েছে, যুদ্ধের কারণে এখন তা মুখথুবড়ে পড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জলবায়ুর জন্য ক্ষতিকারক কার্বন নিঃসরণ পরিকল্পনা থেকে এখন পেছনে হাঁটছে জার্মানিসহ ইউরোপীয় দেশগুলো। বিশ্বে উষ্ণতা কমাতে ‘ফিট ফর ফিফটিফাইভ’ প্যারিস জলবায়ু চুক্তির পটভূমি সামনে রেখে তৈরি হয়েছিল।