নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ৭ ফেব্রুয়ারি হবে তার শেষ কর্মদিবস। এমনকি আসন্ন নির্বাচনে তিনি অংশ নেবেন না বলেও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন লেবার পার্টিকে নতুন নেতা খুঁজতে হবে।
আগামী রোববার লেবার পার্টিতে নতুন নেতা নির্বাচন হবে। যিনি নির্বাচিত হবেন, তিনি আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে চার নেতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা হলেন ক্রিস হিপকিন্স, কিরি অ্যালান, মাইকেল উড ও নানিয়া মাহুতা। তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রী হতে পারেন।