সরকারি কর্মকর্তাদের অবসরের পর নির্বাচনের বিধান নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

অবসরের পর তিন বছর পার হওয়ার আগ পর্যন্ত সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশির উল্লাহর বেঞ্চ এ রুল জারি করেন।

সদ্য অবসরে যাওয়া সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হলো। প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকারসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২ (১) (চ) ধারা চ্যালেঞ্জ করে গত ১৫ জানুয়ারি শামীম কামাল রিট দায়ের করেন। ওই ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর যদি তিন বছর অতিবাহিত না হয়ে থাকে, তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

শেয়ার করুন