রাজশাহীর জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহী প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা সোয়া তিনটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনসভা মঞ্চে উঠলে নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত উঁচিয়ে নেতা-কর্মীদের অভিবাদন জানান।

প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন। এরপর জনসভার সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বক্তব্য দেন। এরপর বিকেল ৩টা ৫৫ মিনিটে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

universel cardiac hospital

এর আগে সকালে প্রধানমন্ত্রী রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা একটি হেলিকপ্টারে করে রাজশাহী পুলিশ লাইনস মাঠে পৌঁছান। সেখান থেকে জনসভাস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ দুপুর ১২টায় মাদ্রাসা মাঠে (বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে) আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। এরপর রাজশাহীর স্থানীয় ও জাতীয় পর্যায়ের অন্তত ৩২ নেতা বক্তব্য দেন। তাঁরা সবাই বাংলাদেশ ও রাজশাহী শহরকে বদলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন