পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পেশোয়ার শহরে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২২১ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর জিও নিউজের।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, হাসপাতালে ১০০ জনের মরদেহ আনা হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন আছেন আরও ২৩ জন। তাদের মধ্যে সাতজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি।

গতকাল সোমবার জোহরের নামাজের সময় পেশোয়ার শহরের পুলিশ লাইন্স এলাকায় একটি মসজিদের ভেতর আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে মুসল্লিদের ওপর মসজিদের ছাদ ধসে পড়ে। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান জানান, এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে রেসকিউ ১১২২ এর এক মুখপাত্র।

মুখ্যমন্ত্রী আজম খানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রদেশের আইজিপি মোয়াজ্জাম জাহ আনসারি জানান, বিস্ফোরণে ১০ থেকে ১২ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। নিরাপত্তাজনিত ত্রুটির ঘটনা ঘটেছে এবং তদন্ত চলছে।

তিনি বলেন, হামলাকারী অতিথি পরিচয়ে মসজিদে প্রবেশ করে থাকতে পারেন। গতকাল রাতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় অস্বীকার করেছে।

এদিকে গতকাল এ হামলার ঘটনার পর প্রদেশে মঙ্গলবার একদিনের শোক ঘোষণা করেন আজম খান। আজ প্রদেশজুড়ে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া এ হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সরকার শোক ভাগ করে নেবে বলেও জানান তিনি।

শেয়ার করুন