‘ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে’ ফেসবুক লাইভে হিরো আলম

বগুড়া প্রতিনিধি

হিরো আলম
হিরো আলম। ফাইল ছবি

জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি আশরাফুল হোসেন হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন। তাঁর এ বক্তব্যকে ‘ঘৃণ্য মন্তব্য’ দাবি করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া এই স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক)।

আজ শনিবার রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দেবেন বলে জানান হিরো আলম।

ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে রাত ৯টায় ফেসবুক লাইভে আসব। যা বলার সেখানেই বলব।

হিরো আলম বগুড়া-৬ আসনে জামানত হারালেও বগুড়া-৪-এ তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এরপর হিরো আলম অভিযোগ করেন, ভোটের ফলাফলে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন