নির্ভয়ে পক্ষপাতমুক্ত খবর পরিবেশন করে যাবে বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক

বিবিসি

ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে দেশটির আয়কর বিভাগের টানা ৬০ ঘণ্টার তদন্ত-তল্লাশির ঘটনার পর ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলেছে, তারা ভয় না পেয়ে পক্ষপাতমুক্তভাবে খবর পরিবেশন করে যাবে।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অভিযান শুরু করে ভারতের আয়কর বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় অভিযান শেষ হয়। অভিযান শেষে রাতেই বিবিসির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। খবর বিবিসির।

universel cardiac hospital

বিবৃতিতে বিবিসি বলেছে, তারা স্বাধীন ও বিশ্বস্ত। তারা দৃঢ়ভাবে তাদের সাংবাদিক ও কর্মীদের সঙ্গে রয়েছে। দীর্ঘ সময় ধরে তাদের জেরার মুখোমুখি হতে হয়েছে। তাদের মঙ্গলই প্রতিষ্ঠানের অগ্রাধিকার।

একই সঙ্গে বিবিসি এ কথাও বলেছে, তারা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে যাবে। বিবিসির আশা, দ্রুত সব মীমাংসা হয়ে যাবে।

গত জানুয়ারি মাসে বিবিসি ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে দুই পর্বের তথ্যচিত্র সম্প্রচার করে। ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামে তথ্যচিত্রে গুজরাট দাঙ্গায় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ততার কথা উঠে আসে। তথ্যচিত্রে বলা হয়, ওই দাঙ্গা মোদিকে পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিল।

শেয়ার করুন