গত ২৪ ঘণ্টায় ৭৯০ রুশ সেনা নিহত: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে স্কুল ও আবাসিক ভবনে রুশ হামলা
ইউক্রেনে স্কুল ও আবাসিক ভবনে রুশ হামলা। ছবি : ইন্টারনেট

ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার প্রায় ৭৯০ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস। আজ বৃহস্পতিবার তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৪৫ হাজার ৮৫০ রুশ সেনা নিহত হয়েছেন। খবর বিবিসির।

এ ছাড়া ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা কুপইয়ানস্ক, লিমান, বাখমুত, আভদিভকা ও শাখাতারস্ক শহরে রাশিয়ার প্রায় ৯০টি হামলা ঠেকিয়ে দিয়েছে। তবে রুশ সেনাদের নিহতের খবর স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

universel cardiac hospital

এদিকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ আরও এক বছর ধরে চলতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেছেন, আমরা এখন যুদ্ধের ১২তম মাসে রয়েছি এবং ১ লাখ ৮৮ হাজার, হয়তো আরও বেশি রুশ সেনা হতাহত হয়েছেন। এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিপর্যয়কর ভুল হিসাব ও আগ্রাসনের ফল।

শেয়ার করুন