‘মোগলদের সবকিছু খারাপ হলে তাজমহল ভেঙে ফেলুন’

বিনোদন ডেস্ক

হিন্দুত্ববাদীদের কটাক্ষ করে পদ্মভূষণ সম্মানে ভূষিত ভারতের বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহর প্রশ্ন, মোগলদের সবকিছুই যদি এতো খারাপ, তাহলে তাজমহল, লাল কেল্লা বা কুতুব মিনার সাজিয়ে রাখা হয়েছে কেন? ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক

ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্যের পাশাপাশি প্রবীণ অভিনেতা কটাক্ষ করে বলেন, লাল কেল্লাকে এতো পবিত্র কেন মনে করা হয়? কেন ওই স্থাপত্যের এতো গুরুত্ব? ওটা তো একজন মোগলের তৈরি।

তিনি বলেন, এটা ঠিক, এ দেশের ইতিহাসে মোগলদের গৌরবান্বিত করা হয়েছে। কিন্তু তাদের মাথায় তুলে নাচার যেমন প্রয়োজন নেই, তেমনি তাদের খলনায়ক বানানোরও দরকার নেই।

বেসরকারি টেলিভিশন সংস্থা জি–৫–এর জন্য তৈরি ‘তাজ’ নামের একটি ওয়েব সিরিজে নাসিরউদ্দিন শাহ মোগল সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে কথা বলার সময় তিনি নতুন করে ভারতের ইতিহাস রচনার উদ্যোগ প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন। মোগলদের নামে রাখা দেশের বিভিন্ন শহর, নগর, জনপদ, রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি তার কাছে বিনোদনের খোরাক বলে জানান।

শেয়ার করুন