আর্জেন্টিনার দূতাবাস খোলার ঘোষণা কাল

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আবারও দূতাবাস খুলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল সোমবার দেশটির পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা আসবে। এ উপলক্ষে আজ সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আগামীকাল দুইদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এ বৈঠকে কৃষিসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন হবে।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। এ মুহূর্তে দূতাবাস খোলার ঘোষণা এলে রাজনৈতিক সম্পর্ক বাড়বে। দূতাবাস খুললে অনেক সম্ভাবনার সুযোগ তৈরি হবে।

universel cardiac hospital

এদিকে ক্যাফিয়েরোর সফর উপলক্ষে নয়াদিল্লির আর্জেন্টিনা দূতাবাসের কূটনীতিকরা ঢাকায় এসেছেন। আগামীকাল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সফর শুরু করবেন ক্যাফিয়েরো। এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হবে।

সান্তিয়াগো ক্যাফিয়েরো সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক হতে পারে। এ দিন ধানমন্ডি মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন ক্যাফিয়েরো। এ ছাড়া ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

শেয়ার করুন