হাইকোর্টে হাজিরা দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির ২১ জন

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ শারমিন নিগারের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া ও বিচার কার্যক্রম বিঘ্নিত করার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকসহ ২১ জন হাইকোর্টে হাজিরা দিয়েছেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার এই ২১ জন হাজির হন। তাদের পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত ২৭ মার্চ শুনানির পরবর্তী তারিখ রেখেছেন। সেদিন তাদেরকে আবারও হাইকোর্টে হাজিরা দিতে হবে।

গত ৫ ও ৮ জানুয়ারি এজলাস চলাকালে কয়েক আইনজীবী ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের বিরুদ্ধে অশ্লীল-কুরুচিপূর্ণ স্লোগান দেন। তাদের বিরুদ্ধে আদালতের বিচারকাজ বিঘ্নিত করার অভিযোগ ওঠে। বিষয়টি হাইকোর্টে উত্থাপিত হলে গত ১০ জানুয়ারি আদালত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ ২১ জনের প্রতি আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত রুল দেন।

এই ঘটনার ব্যাখ্যা জানাতে তাদেরকে ২৩ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট। ধার্য তারিখে ২১ জন আদালতে হাজির হন। সেদিন সময়ের আরজির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৯ ফেব্রুয়ারি শুনানির জন্য তারিখ রাখেন। গত ১৯ ফেব্রুয়ারি তাদের পক্ষে আবারও সময় চেয়ে আরজি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত ১ মার্চ শুনানির দিন রাখেন।

বুধবার আদালতে অভিযুক্ত ২১ জনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর, বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির বলেন, অভিযুক্তদের পক্ষ থেকে এক মাস সময় চেয়ে আরজি জানানো হয়েছিল। আদালত ২৭ মার্চ পরবর্তী তারিখ রেখেছেন। সেদিন তাদেরকে উপস্থিত হতে হবে।

শেয়ার করুন