নাগাল্যান্ডের ইতিহাসে প্রথম নারী বিধায়ক নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো নারী বিধায়ক নির্বাচিত হয়েছেন হেকানি জাখালু। তিনি রাজ্যের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (এনডিপিপি) হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আজ বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করেছে। এতে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে নির্বাচনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন হেকানি জাখালু। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডের ৬০টি আসনের মধ্যে এখনো ১৩টি আসনের ভোট গণনা বাকি। তবে এখন পর্যন্ত যেসব আসনে ভোট গণনা শেষ হয়েছে, সেখানে আর কোনো নারী বিধায়ক জেতেননি।

হেকানি জাখালুর দিমাপুর-৩ আসনে মোট ভোটার ৩১ হাজার ৮৭৪ জন। এর মধ্যে হেকানি জাখালু ৪৫ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লোক জনশক্তি পার্টির আজেতু ঝিমমি পেয়েছেন ৪০ শতাংশ ভোট।

৪৮ বছর বয়সী হেকানি জাখালু বিধায়ক হওয়ার জন্য অনেক চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। মাসের পর মাস কঠোর প্রচারণার পর এই জয় তাকে স্বস্তি এনে দিয়েছে।

দিল্লির লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করেছেন হেকানি জাখালু। এরপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকো থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন। দিল্লির একটি আইনবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেন তিনি। ২০০৫ সালে নাগাল্যান্ডে ফিরে যান এবং উন্নয়নকর্মী হিসেবে কাজে মনোনিবেশ করেন।

তরুণদের ক্ষমতায়নের জন্য কাজ করা ইয়ুথনেট নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। টানা কাজের মধ্যেও পড়াশোনা ছেড়ে দেননি হেকানি জাখালু। এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম থেকে একটি কোর্স করেন তিনি।

শেয়ার করুন