দুই ঘণ্টা পর বনানীতে যান চলাচল স্বাভাবিক 

মত ও পথ ডেস্ক

যান চলাচল স্বাভাবিক
যান চলাচল স্বাভাবিক। সংগৃহীত ছবি

দুই ঘন্টা পর সমঝোতায় পৌঁছে বনানীর সড়ক অবরোধ তুলে নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, সকালে একটি বাসের ধাক্কায় অ্যাপারেলস গার্মেন্টসের এক নারী কর্মী আহত হয়েছিলেন। ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস শ্রমিকরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টার পর সড়ক সচল করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। 

এরআগে সকাল পৌনে ৮টার দিকে একটি বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।  

এ অবরোধের ফলে বহু মানুষ রাস্তায় আটকা পড়েছিলেন।  

শেয়ার করুন