আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

এরদোগান
এরদোগান। ফাইল ছবি

আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করেন। খবর আল-জাজিরার।

নির্বাচনের সিদ্ধান্তের বিষয়টি সই করার পর এরদোয়ান এক ভাষণে বলেন, ‘আগামী ১৪ মে তুরস্ক জাতি তাদের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের নির্বাচন করতে ভোট দেবে।’

গত সপ্তাহে এক ভাষণে এরদোয়ান বলেছিলেন, নির্বাচনের তারিখ ঠিক করতে ‘যা প্রয়োজন’ তা করা হবে।

এদিকে পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিচদারোগ্লুকে ঘিরে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে।

গত সপ্তাহে আরেকজন বিশিষ্ট বিরোধী নেতা মেরাল আকসেনার প্রাথমিকভাবে কিলিচদারোগ্লুর প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার বিরোধিতা করেছেন। সাবেক আমলা কিলিচদারোগ্লু, যাকে কেউ কেউ অকার্যকর বলে মনে করেন, তিনি এরদোয়ানকে পরাজিত করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন মেরাল আকসেনা। তবে গত সোমবার আকসেনার কিলিচদারোগ্লুর প্রতি তার সমর্থন জানান।

শেয়ার করুন