মিয়ানমার আগামী বছরের শেষের দিকে জাতীয় আদমশুমারি করবে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে। এর অর্থ, দেশটির সাধারণ নির্বাচন আরও পেছাবে। খবর ব্যাংকক পোস্টের।
মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যামন্ত্রী ইউ মিন্ট কিয়াং বলেছেন, ২০২৪ সালের অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দেশটিতে আদমশুমারি হবে। এর আগে দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, দেশে ভোটার তালিকা তৈরির জন্য আদমশুমারি প্রয়োজন। দেশটিতে নির্বাচনের পূর্বশর্ত হলো এই ভোটার তালিকা। এ ছাড়া জান্তাপ্রধান বলেছিলেন, দেশের অবস্থা স্থিতিশীল হলেই কেবল নির্বাচন দেওয়া হবে।
গত মাসে জান্তার পক্ষ থেকে দুই বছরের জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়ানো হয়। ওই সময় বলা হয়েছিল, এ বছরের আগস্টে নির্বাচন হতে পারে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার অভিযোগ করছিল, ২০২০ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল।