অস্কারজয়ী সিনেমাকে ছাড়িয়ে গেল ‘লাভ অ্যাট ফার্স্ট কিস’

বিনোদন ডেস্ক

এবারের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-কে ছাড়িয়ে নেটফ্লিক্সের তালিকার শীর্ষে উঠেছে এক কিশোরের জীবনের প্রথমবার চুমুর ঘটনা নিয়ে নির্মিত স্প্যানিশ সিনেমা ‘লাভ অ্যাট ফার্স্ট কিস’। ৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তির পরপরই ঝড় তুলেছে সিনেমাটি; এই সপ্তাহে অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমা।

চুমুকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প; গল্পের কেন্দ্রীয় চরিত্র জভিয়ার ১৬ বছর বয়সে জীবনে প্রথমবার চুমু খেয়েছিলেন। এরপরই তার জীবনের বাঁকবদল আসে, একের পর এক ঘোরলাগা ঘটনার মুখোমুখি হতে থাকেন তিনি। ভবিষ্যতে কার সঙ্গে তার প্রেম জমবে—তা আগেই জানতে পারতেন তিনি। একবার জানলেন, এক বন্ধুর প্রেমিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হবে।

‘লাভ অ্যাট ফার্স্ট কিস’ নির্মাণ করেছেন স্প্যানিশ নির্মাতা আলাউদা রুইজ ডে আজুয়া। এতে জভিয়ার চরিত্রে অভিনয় করেছেন আলভারো সারভান্তেজ; আরও রয়েছেন সিলভিয়া আলনসো, সাসানা আবাইতুয়া। নেটফ্লিক্সের সেরা ১০ অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় এখন ৪ নম্বর অবস্থানে রয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।

এর আগে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অ-ইংরেজিভাষী সিনেমাসহ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে যুদ্ধবিরোধী সিনেমাটি। এরিখ মারিয়া রেমার্কের একই নামের উপন্যাস থেকে তৈরি হয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।

শেয়ার করুন