ময়মনসিংহ ও নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে বাজারের গৌরীপুর উপজেলার অংশে এ ঘটনা ঘটে।
আগুনে শতাধিক দোকানের পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। এ তথ্য জানিয়েছেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামগঞ্জ বাজারটি একই সঙ্গে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার চারটি উপজেলার মধ্যে পড়েছে।
শ্যামগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী তিলক রায় বলেন, রাত পৌনে ১১টার দিকে হঠাৎ বাজারের গৌরীপুর অংশের স্টেশন রোডে শম্ভুর হোটেল থেকে ধোঁয়া উঠতে দেখে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
তিলক রায় জানান, স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে কাছে পানি না পাওয়ায় শুরুতে আগুন নেভাতে বেগ পেতে হয়।